দ্বিতীয় হুগলি সেতু থেকে দুই যুবকের ঝাঁপ। ঘটনাস্থলে তলিয়ে গেল এক যুবক। 5 যুবক মিলে দ্বিতীয় হুগলি সেতু তে বাইক নিয়ে জড়ো হয় ।তাদের উদ্দেশ্য ছিল সেলফি তোলা। দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেবে, সেই সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় দেবে ।এই পরিকল্পনা ছিল এই যুবকদের। এই উদ্দেশ্যে প্রথমে দুই যুবক দ্বিতীয় হুগলি সেতুতে গঙ্গায় ঝাঁপ দেয়। তারই মধ্যে এক যুবক জলে তলিয়ে যান ।
এই দৃশ্য দেখে পরের তিন যুবক আর গঙ্গায় ঝাঁপ দিতে সাহস পান না। প্রসঙ্গত এই 5 জন ছিলেন সাঁতারু ।সেই উদ্দেশ্যেই তারা এই সেলফি তোলার পরিকল্পনা করেছিলেন ।আর তাতেই ঘটে এই বিপত্তি। কিন্তু অন্যদিকে প্রশ্ন উঠছে কি করে পুলিশের ঘেরাটোপ এড়িয়ে দ্বিতীয় হুগলি ব্রিজে উঠে এই দুঃসাহসিক কর্মকাণ্ড ঘটালো ।পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।তবে সত্যিই কি এই যুবকদের সেলফি তোলার উদ্দেশ্য ছিল? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য। পুলিশ এখন তদন্ত চালাচ্ছে।