Home / TRENDING / তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেলুড়ে, থানার ভেতরেই চলল গুলি

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেলুড়ে, থানার ভেতরেই চলল গুলি

ওয়েব ডেস্ক:

বেলুড়ে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার তৃণমূলের দুই পক্ষে। ঝামেলা বাধে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে। যার জেরে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। প্রসঙ্গত, সোমবার সকালে একটি বাইকে ধাক্কা দেয় একটি পুলকার। এতে উত্তেজনা তৈরি হয়। দ্রুত সেই উত্তেজনা রাজনৈতিক রং নেয়। স্থানীয় সূত্রে খবর, অভিযোগ জানাতে গিয়ে থানার ভিতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। জানা গিয়েছে, ইট-বৃষ্টির পাশাপাশি থানা চত্বরে গুলিও চলে। ইট বৃষ্টিতে আহত হন কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা। সব মিলিয়ে পুরো ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

যদিও শুরুতে বিবাদ মেটাতেই আসরে নামে পুলিশ। যখন বাইক আরোহী ও পুলকার চালকের মধ্যে বচসা শুরু হয় তখন সেখানে উপস্থিত হয় পুলিশ। এদিকে একই সময়ে থানায় উপস্থিত ছিলেন স্থানীয় ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৈশাল মিত্র। তিনি ও তাঁর দলবল গাড়ি চালকের পক্ষ নেন। অন্যদিকে, বাইক আরোহীর সমর্থন করেন ৬১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এরপরই থানার ভিতরেই হাতাহাতি শুরু করে কাউন্সিলরের অনুগামীরা। শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। থানার ভিতরে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। লাঠি, রড ও পিস্তল নিয়ে এলাকায় দাপাদাপি করে অভিযুক্তরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অনেক পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি ছিল। অনুমান, সেই অশান্তিই এদিন বড় আকার ধারন করে। যদিও গোষ্ঠী সংঘর্ষের কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *