Home / TRENDING / পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা নির্মলা সীতারমণের

পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা নির্মলা সীতারমণের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পুজো শুরুর আগেই সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) সরকারি কর্মচারীদের জন্য এবার ঘোষণা করলেন ট্রাভেল ক্যাশ ভাউচার এবং স্পেশাল ফেষ্টিভেল অ্যাডভান্স স্কিম। অর্থমন্ত্রী বলেন “অর্গানাইজড সেক্টর এ কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর তাদের উৎসাহিত করতে তাদের সুবিধার্থে এই স্ক্রীন চালু করা হচ্ছে”। এই ক্যাশ ভাউচার এর মাধ্যমে সরকারি কর্মচারীদের নগদ অর্থ হাতে পাবেন, তিনবারের টিকিট খরচা, শতাংশ জিএসটির আওতাভুক্ত যেকোনো জিনিস।

এখন সরকারি কর্মচারীরা যদি এই স্কিম টি কে বেছে নেন তাহলে এর জন্য সর্ব মোট ব্যয় হবে তাহলে এর জন্য সর্বমোট ব্যয় হবে ৫৬৭৫ কোটি টাকা। যদিও পিএসবি এবং পিএসইউ এর কর্মচারীদের জন্যও এই সুবিধা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে ব্যয় হতে পারে ১৯০০ কোটি টাকা। সরকারের বিশেষ স্কিমের জন্য কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এককালীন টাকা নেওয়ার মেয়াদও বাড়িয়েছেন। আর এই এককালীন টাকা ১০ মাসিক কিস্তিতে শোধ করতে হবে। এর দ্বারা কমপক্ষে ৮হাজার কোটি টাকার চাহিদা উৎপন্ন হবে বলে আশা করা যায়।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *