জয় শ্রী রাম!
এবার বিধানসভাতে।
ভোটের আগে আজ অন্তর্বতী বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী।
বাজেট পেশের আগেই বিধানসভায় শুরু হয় জোর হট্টগোল। এমনকি বিধানসভার ভিতরেই ওঠে জয় শ্রীরাম ধ্বনি।
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ। তাই আজ বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট বয়কট করেছে বাম ও কংগ্রেস। বিজেপির পক্ষ থেকেও এদিন প্রশ্ন তোলা হয়, কেন মুখ্যমন্ত্রী বাজেট পড়ছেন। এর পরেই তুমুল হইচই শুরু হয় বিধানসভা ভোটে।
ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। মূলত মনোজ টিগ্গার নেতৃত্বেই বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন বিধানসঙার স্পিকার। স্পিকার জানান, এমন হট্টগোল হলে কড়া পদক্ষেপ করা হবে। এছাড়া যাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁদের তীব্র নিন্দা করেন তিনি। বাজেট পেশ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
মুখ্যমন্ত্রী বাজেট পেশের শুরুতেই এই ঘটনার প্রসঙ্গে বলেন, বাজেট পেশের সময়ে এই ধরনের আচরণ কেউ করেন না। কিন্তু বিজেপির এই সদস্যরা কিছু জানে না। আমরা তো বলছি তর্ক করুন, আলোচনা করুন। তা না করে ৪-৫ জন মিলেই এই অবস্থা তৈরি করেন, তাহলেই বুঝতে পারছেন কী অবস্থা।
প্রসঙ্গত, আজ ২০২১-২২ এর অন্তর্বর্তী বাজেট পেশ করছেন তিনি। এই বাজেটে দরিদ্রদের কথা মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই বাজেট আগেই বয়কট করে কংগ্রেস ও বাম শিবির।