চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। মঙ্গলবার তৈরি হওয়া এই নিম্নচাপের ফলে মৌসুমী অক্ষরেখা আরও শক্তিশালী হবে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রের অভ্যন্তরে। এর কারণে মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ৬.৪ মিলিমিটার। আগামী দুদিন দার্জিলিং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের দিকের কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আপাতত অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিন্তু, তিনদিন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে। ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিমাণ বেশি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কলকাতা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গল বুধ ও বৃহস্পতিবার এই জেলাগুলিতে বিক্ষিপ্ত তথা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।