Home / TRENDING / আত্মনির্ভর ভারতের ধারণার সঙ্গে রবীন্দ্রনাথ কে মেলালেন প্রধানমন্ত্রী

আত্মনির্ভর ভারতের ধারণার সঙ্গে রবীন্দ্রনাথ কে মেলালেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে। আজ ভার্চুয়ালে অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ”গৌরব দাও, বিশ্বভারতীর শতবর্ষে এটাই দেশবাসীর প্রার্থনা”। ভার্চুয়ালে ভাষণ দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বভারতীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড়। আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

বিশ্বভারতীর অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ”বিশ্বভারতী মানেই গুরুদেবের চিন্তন দর্শনের স্বার্থক রূপ। দেশকে শক্তি জুগিয়েছে গুরুদেবের এই প্রতিষ্ঠান। স্বাধীনতা আন্দোলনও বিশ্বভারতীর অবদান রয়েছে। নব ভারতের নির্মাণেও বিশ্বভারতীর অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, প্রকৃতির সঙ্গে মিলে অধ্য়ায়ন ও জীবন চর্চার উদাহরণ হল এই বিশ্বভারতী”।

পাশাপাশি, প্রধানমন্ত্রী আরও বলেন, ”ভারতই একমাত্র দেশ, যে প্যারিস জলবায়ু চুক্তি অনুসরণ করেছে। দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন চেহারা এনে দিয়েছে বিশ্বভারতী। গুরুদেব আমাদের স্বদেশ সমাজের সংকল্প দিয়েছিলেন। গ্রাম-কৃষি-বানিজ্যকে আত্মনীর্ভর দেখতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতকে মজবুত আত্মনীর্ভর তৈরি করতে গেলে সবাইকে প্রয়োজন”। বিশ্বভারতীর অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *