Home / TRENDING / নদিয়ায় নিহত কর্মীর বাড়িতে গিয়ে মুকুলের হুংকার, “তৃণমূল সরকারের বিসর্জন হয়ে গিয়েছে।”

নদিয়ায় নিহত কর্মীর বাড়িতে গিয়ে মুকুলের হুংকার, “তৃণমূল সরকারের বিসর্জন হয়ে গিয়েছে।”

নীল রায়।

নদিয়া নিহত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। বিজয়া দশমীর পরদিন বুধবার দুপুরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে (Arjun Singh) সঙ্গে নিয়ে চাপড়া বিধানসভা এলাকার সুটিয়া যান তিনি। ঘটনা প্রকাশ গত রবিবার সুটিয়া এলাকার একটি মাঠ থেকে সক্রিয় বিজেপি (BJP) কর্মী আহমেদ শেখের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গেরুয়া শিবির অভিযোগের আঙুল তোলে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল (TMC) সেই অভিযোগ অস্বীকার করেছে।

এদিন মুকুল রায় নিহত কর্মী আহমেদ শেখের পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে আর্থিক সাহায্য তুলে দেন তাদের হাতে। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে বিজেপির ভালো জনসমর্থন রয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। যেই কারনেই তাদের সক্রিয় কর্মী আহমেদ শরীফের ওপর হামলা চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। এমনটাই অভিযোগ বিজেপি শিবিরের।

বিজেপি কর্মীর হত্যার প্রতিবাদে মুকুল রায় ও অর্জুন সিং একটি ছোট পথসভাও করেন এই গ্রামে। সেখানে মুকুল বলেন, “তৃণমূল সরকারের বিসর্জন হয়ে গিয়েছে। যাওয়ার আগে খুনের রাজনীতি করছে। এটা খুবই দুঃখজনক।” তিনি আরও বলেন, “এই জেলায় নতুন এসপি এসেছেন। তিনি বাচ্চা ছেলে। আসার পরই এই জেলায় আমাদের দু’জন কর্মী খুন হয়ে গিয়েছেন। সারা রাজ্যে ২৯। বাংলায় কী হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যপাল-সবাই নজর রাখছেন।”

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *