চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামীকাল দেশকে বার্তা দেবেন তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে মূলত, কোভিড মোকাবিলা এবং লকডাউনের শর্ত শিথিল করা নিয়েই বার্তা দিতে পারেন তিনি। বর্তমানে উভয় সংকট পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলা, অন্যদিকে সীমান্তে পিপলস লিবারেশন আর্মির অতর্কিত হানার আশঙ্কা। অবস্থায় প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে জল্পনা।
কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো আনলক ওয়ান শেষ হচ্ছে ৩০ জুন মঙ্গলবার। এর পরে ১ জুলাই থেকে শুরু হচ্ছে আনলক টু। এই পর্যায়েও স্কুল-কলেজ সহ কোনও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। চলবে না মেট্রো রেল। বন্ধ থাকবে সিনেমা হল থেকে বার। করা যাবে না কোনও বড় সমাবেশ। সোমবার সেই গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার।