চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ফের কড়া লকডাউনের (Lockdown) পথে যেতে পারে রাজ্য সরকার। সেক্ষেত্রে কলকাতা সহ হাওড়া ও দুই ২৪ পরগনায় সেই লকডাউন কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। আজ নবান্ন (Nabanna) থেকে একথা ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ গত কয়েক দিনে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। সূত্রের খবর রাজ্য সরকারের পরিকল্পনায় ভাবা হয়েছে, সব বাজার-হাট বন্ধ থাকবে। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসের একক দোকান খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অটো, টোটো, বাস পুরোপুরি বন্ধ থাকবে। পরিকল্পনায় আরও ভাবা হয়েছে, ১৪ দিনের জন্য বাজার, গণপরিবহণ, ধর্মীয় স্থান বন্ধ রাখার প্রস্তাব রয়েছে। মাত্র ২০ শতাংশ কর্মী নিয়ে অফিস-কারখানা চালানোর কথা বলা হয়েছে। দমদম থেকে আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার প্রস্তাবও আছে ওই পরিকল্পনায়।
১০ দিন পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সূত্রের দাবি, কলকাতার বিভিন্ন থানার ওসি-দের নিজেদের এলাকায় করোনা হটস্পট চিহ্নিত করতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর (Health Department) যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত অবস্থায় মারা গিয়েছেন ২২ জন। এখনও পর্যন্ত এই সংখ্যাটা সর্বাধিক। আর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২,৯৮৭। এই মুহূর্তে নোভেল করোনা ভাইরাস সক্রিয় রয়েছে ৬৯৭৩ জনের শরীরে। মৃত্যু হয়েছে মোট ৭৭৯ জনের। পরিসংখ্যান হাতে পাওয়ার পর এই তৎপরতা বেড়েছে নবান্নে। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ঘোষণা করতে পারেন।