চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বীরভূমের খয়রাশোলে তৃণমূল (TMC) কর্মী খুনের ঘটনায় ধরা পড়ল তৃণমূলের চার জন কর্মী।শনিবার সকালে খয়রাশোলের আমজোলা গ্রামের একটি পুকুরপাড় থেকে উদ্ধার হয়েছিল তৃণমূলকর্মী শিশির বাউরির গুলিবিদ্ধ দেহ। এই ঘটনায় ধৃত শিশির বাউরি খুনের ঘটনায় সঞ্জয় বাউরি, গণেশ বাউরি, দিনু দাস, অজয় দাসকে এদিন আদালতে তোলা হয়। তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতরা প্রত্যেকেই স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, গোষ্ঠী কোন্দলের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে।
ধৃত চার জন তৃণমূলকর্মী স্থানীয় নেতা কিশোর মণ্ডলের অনুগামী বলে জানা গিয়েছে। কিশোরের সঙ্গে নিহত শিশিরের দীর্ঘ বিবাদ ছিল বলে পুলিশ জানতে পেরেছে। পরে তা মিটেও গিয়েছিল বলে খবর মিলেছে। কিন্তু ফের কি কারণে এই সংঘাত এবং খুন তার খতিয়ে দেখছে।অন্যদিকে, শনিবার বিকেলে লাভপুরে সহদেব বাগদি নামের আরও এক তৃণমূলকর্মীর গলা কাটা দেহ উদ্ধার হয়। মৃত সহদেব বাগদির বাড়ি লাভপুর থানার টিবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাটরা গ্রামে। তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য। তাঁর মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে।