Home / TRENDING / Covid: মারা গেলেই ক্ষতিপূরণ? সম্ভব নয়, Supreme Court কে জানালো Modi সরকার

Covid: মারা গেলেই ক্ষতিপূরণ? সম্ভব নয়, Supreme Court কে জানালো Modi সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

করোনায় মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

সুপ্রিম কোর্টকে ১৮৩ পাতার হলফনামায় এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারাল তুষার মেহতা।

কেন্দ্রীয় যুক্তি এই ধরনের সাহায্য শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই প্রযোজ্য। তাছাড়া বিপুল ক্ষতিপূরণ দেওয়ার মতো অর্থ নেই।  রাজ্য গুলোর এই মুহূর্তে বিপুল আর্থিক বোঝা রয়েছে ফলে তাদের পক্ষেও সমস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

কেন্দ্রীয় তরফ থেকে আরও বলা হয়েছে শুধুমাত্র কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিলে অন্যান্য বিভিন্ন রোগে মৃতদের পরিবারের সঙ্গে বঞ্চনা করা হয়।এটা মেনে নেওয়া যায় না।
কেন্দ্রের তরফে আরও যুক্তি দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত ভারতে কোভিডে আক্রান্ত হয়ে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়াবে। আর গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রের উপর মারাত্মক আর্থিক চাপ রয়েছে। এই আর্থিক চাপের মধ্যে দেশের সকল কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়
হলফনামায় বিপর্যয় মোকাবিলা আইনের কথা উল্লেখ করে কেন্দ্র আরও যুক্তি দিয়েছে, আইন অনুযায়ী, ক্ষতিপূরণ কেবল ভূমিকম্প, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রের মৃত্যুতে প্রযোজ্য।

কিন্তু অতিমারির কারণে মৃত্যুমিছিল হলে তাতে এই আইন বলবৎ হয় না। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানানো হয়।
বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে সেই মামলার শুনানি চলছে।ক্ষতিপূরণের দাবি তুলে সুপ্রিম কোর্টে এই মামলা করেছিলেন আইনজীবী গৌরব কুমার বনসল ও রীপক কানসাল।

তাঁদের জনস্বার্থ মামলার ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারের কাছে নোটিশ পাঠিয়েছিল শীর্ষ আদালত।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *