চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের দাপটে যখন পশ্চিমবঙ্গ সরকার শহর কলকাতা সহ জেলার কনটেইনমেন্ট জন গুলিতে ফের লকডাউন কার্যকর করার নির্দেশনামা জারি করল। সেদিনই গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছালো সর্বোচ্চে। মঙ্গলবার সন্ধেয় স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিত অবস্থায় মারা গিয়েছেন ২৫ জন। এখনও পর্যন্ত এই সংখ্যাটা সর্বাধিক। পাশাপাশি জানা গেছে, এদিন আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৩৭। এই মুহূর্তে নোভেল করোনাভাইরাস সক্রিয় রয়েছে ৭২৪৩ জনের শরীরে। মৃত্যু হয়েছে মোট ৮০৪ জনের। পরিস্থিতি পর্যালোচনা করে তাই বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে লকডাউন ঘোষণা করে দিয়েছে নবান্ন (Nabanna)।
সোমবারের বুলেটিন অনুসারে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ২২ জন, নতুন আক্রান্ত ৮৬১। রবিবারের বুলেটিন বলেছিল, রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৫ এবং মৃত্যু হয়েছিল ২১ জনের। তার আগের দিন, শনিবার আক্রান্ত ও মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ৭৪৩ এবং ১৯। শুক্রবার ছিল ৬৬৯ এবং ১৮। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। এদিন সেই সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হয়েছে। সরকারি এমন তথ্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে। এদিনের বুলেটিন অনুযায়ী সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা। কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮১ জন, উত্তর ২৪ পরগনায় ১৮১ জন, হাওড়ায় ৯৭ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮৪ জন।