চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা :
বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার চতুর্থ বর্ষপূর্তি আজ পহেলা জুলাই বুধবার। তবে করোনা ভাইরাস (Coronavirus) মহামারীর দরুন এবার হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন না সাধারণ মানুষ। শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্টদের জন্য খুলে দেয়া হবে হলি আর্টিজান।
ভয়াবহ জঙ্গি হামলার পর প্রতিবছর ১ জুলাই নিহতদের প্রতি সম্মান জানানোর সুবিধার্থে সর্বসাধারণের জন্য বাড়িটি খুলে দেয়া হয়। তবে এবার অন্য বছরগুলোর মত নিহতদের সম্মান জানানোর ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন বাড়িটির মালিক সাদাত মেহেদী। তিনি গণমাধ্যমকে বলেন, করোনার ঝুঁকি থাকায় বাইরের লোক সমাগমের ব্যবস্থা এবার রাখা যাচ্ছে না। প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান ভয়াবহ জঙ্গি হামলা হয়। ঐদিন জঙ্গিরা ১৭ বিদেশি নাগরিকসহ ২৩ জনকে হত্যা করেছিল।