চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে চিনা অ্যাপের (China App) ব্যবহার বন্ধ করার জন্য দাবি জোরালো হচ্ছিল। এবার চিনা অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের (Narendra Modi Govt.) সিদ্ধান্ত অনুসারে টিকটক, ইউসি ব্রাউজার-সহ মোট ৫৯টি অ্যাপ ব্লক করা হল। গত ১৫ জুন লাদাখ গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকেই দেশে চিনা পণ্য বয়কটের দাবি উঠছিল। সেই দাবিকে মান্যতা দিয়েই বয়কট করা হল এই চিনা অ্যাপ।
সীমান্তে ভারত – চিন সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনার পর রাষ্ট্রপতি শিং জিনপিংয়ের সরকারের বিদেশ সচিব জানিয়েছিলেন, মহাত্মা গাঁধীর কথায় চোখের বদলে চোখের রাজনীতি ঠিক নয়। যদি সকলেই এই রাজনীতিতে বিশ্বাসী হয়ে পড়েন, তাহলে গোটা পৃথিবী অন্ধকারময় হয়ে উঠবে। তাই এমন পরিস্থিতিতে পৃথিবীর দুই মহাশক্তির পারস্পরিক সংঘাত ঠিক নয়। কিন্তু, ভারতে চিনা পণ্য বয়কটের পাশাপাশি, চিনা অ্যাপ বয়কটের দাবি ক্রমেই জোরালো হচ্ছিল। আম জনতার সেই দাবি এদিন মেনে নিল ভারত সরকার।
টিকটক, ভল্ট, ইউজার ব্রাউজার, জেনডার, শেয়ারইট, হ্যালো, সিএম ব্রাউজার, উইচ্যাট, ডিইউ প্রাইভেসি, ফোটো ওয়ানডার, ক্লিন মাস্টার, ক্যাম স্ক্যানার, ইউমিট, ইউভিডিও, নিউজডগ, ক্লাব ফ্যাক্টরি, লাইকি, বাইদু ম্যাপ, ক্ল্যাশ অফ কিংস, এমআই কমিউনিটি, ভাইরাস ক্লিনার সহ ৫৯টি চিনা অ্যাপ ব্লক করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।