Home / TRENDING / করোনা আবহে ২১ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

করোনা আবহে ২১ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রায় ৬ মাস পর উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রের খবর, আগামী ২১ সেপ্টেম্বর তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন । একগুচ্ছ কর্মসূচি সেরে ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা তাঁর। ২৫ সেপ্টেম্বর কলকাতায় ফিরে পুজো সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে সামিল হবেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতির জন্য অন্যান্যবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন জেলা ধরে ধরে নিজে গিয়ে প্রশাসনিক বৈঠক করেন, এবার তা সম্ভব হয়নি। তবে নিজে যেতে না পারলেও নবান্ন সভাঘর থেকে জেলাকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন তিনি।

সূত্রের খবর, মূলত করোনা পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি কোথায় অবস্থান করছে, তা খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর। কোন কোন জেলা কোন কাজে এগিয়েছে, কোন জেলাই বা কী কী বিষয়ে পিছিয়ে পড়েছে, সেইসব নিয়ে সরকারি ভাবে জানতে চাইবেন দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিদের কাছে। পাশাপাশি, এই সফরে উত্তরবঙ্গের বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রের খবর, প্রাথমিক লক্ষ্য একটাই, করোনার কারণে বা অন্য কারণে যে ঘাটতিগুলি তৈরি হয়েছে, তা আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে দিতে হবে। সামনেই একুশের বিধানসভা ভোট, সেদিকে নজর রেখেই সামনে থেকে খতিয়ে দেখে কাজের রূপরেখা তৈরি করতে চাইছেন তিনি। সেই পরিস্থিতি দেখেই জেলাসফর শুরু করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, করোনার সংক্রমণ বলার মতো না কমলেও, তাঁর সেই কথামতোই করোনা আবহেই প্রথম জেলা সফর শুরু করে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।উত্তরবঙ্গ দিয়েই শুরু হচ্ছে সফর।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *