Home / TRENDING / রয়েছে হামলার আশঙ্কা! ৬ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা

রয়েছে হামলার আশঙ্কা! ৬ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা

নিজস্ব প্রতিবেদন:

 

রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় আসার পরে অযোধ্যার সমস্ত ধর্মীয় স্থানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এই নিরাপত্তা ৬ ডিসেম্বর পর্যন্ত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই নিরাপত্তার মূল কারণ হিসেবে বলা হয়েছে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। ফলে ওই দিন পর্যন্ত কোনো হামলার আশঙ্কা অনুমান করা হচ্ছে। ফলে আগে থেকেই সতর্ক রয়েছে প্রশাসন। 

 

৯ নভেম্বর অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির করার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর থেকেই অযোধ্যা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে জেলাশাসক অনুজ ঝা বলেন, রাম জন্মভূমির আশপাশ ও বিভিন্ন ধর্মীয় স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। শান্তি বজায় রাখার জন্য ৬ ডিসেম্বর পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। 

 

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর অযোধ্যা শহর জুড়ে চারটি জোনে নিরাপত্তা ভাগ করা হয়েছে। রামলালা বিরাজমান ২.৭৭ একর জমির উপর রেড জোন নিরাপত্তা জারি রয়েছে। কিছু জায়গায় ইয়েলো (Yellow) জোন, পুরো অযোধ্যা জেলায় জুড়ে গ্রীন (Green) জোন এবং অযোধ্যার আশপাশে ব্লু (Blue) জোন নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। অযোধ্যার জেলা শাসক বলেন, হনুমানগরী, কনক ভবন ও দশরথ মহলে ৪৫ টি সিসিটিভি লাগানো হয়েছে। 

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *