চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
আপনি কি চিটিংবাজ?
কেরলে সমুদ্র বিলাস করতে গিয়ে প্রায় এমন প্রশ্নের মুখেই পড়লেন লাস্যময়ী বলিউড তারকা সানি লিওনি।
প্রশ্নকর্তা স্থানীয় পুলিশ।
শুক্রবার রাতে এমনই অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখি হলেন সানি। আর রিহাস নামে এক ভদ্রলোক তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন ক্রাইম ব্রাঞ্চের কাছে। পেরামবুভুরের রিহাসের অভিযোগ সানি তাঁর থেকে ২৯ লাখ টাকা ঠকিয়ে নিয়েছেন।
অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন একটি অনুষ্ঠানে আসার জন্য তিনি টাকা নিয়েছিলেন ঠিকই, কিন্তু লকডাউনের কারনে তিনি আসতে পারেন নি।
যতদুর জানা গেছে অভিনেত্রী নাকি এর পরেও পাঁচ ছটি ডেট মিস করেছেন, কিন্তু টাকা ফেরতের নামগন্ধ করেন নি।
পুলিশ সূত্রের খবর, পুলিশি হস্তক্ষেপের পর অভিনেত্রী আবার অভিযোগকারীর সঙ্গে কথা বলা শুরু করেছেন। পরবর্তী ডেট কবে দিতে পারবেন, সেই নিয়ে তাঁদের মধ্যে আলোচনা চলছে।