চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
একুশের ভোটে কারা দ্বিতীয় হবে, সেই নিয়ে এখন বাম-ডান আর তৃণমূলের মধ্যে লড়াই।
তৃণমূল ভবন থেকে ঢিল ছোঁড়া দুরত্বে বসে, আজ শুক্রবার এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
‘দ্বিতীয় হওয়ার জন্য লড়ছে’, এই বাক্যবন্ধে অবশ্যই লুকিয়ে আছে তৃণমূলের তৃতীয় হওয়ার সম্ভাবনার কথা। তা অবশ্য মুখে স্বীকার করেন নি বিজেপির এই দ্বিতীয় ব্যক্তিত্ব, তবে তাঁর ইঙ্গিত যে এমনটাই, তা স্পষ্ট করতেও কসুর করেন নি।
আত্মবিশ্বাস কোন স্তরে পৌঁছলে একজন রাজনীতিক বা ভোট কুশলী রাজনীতিক তাঁর কৌশল জনসমক্ষে প্রকাশ করে দেন!
অমিত এদিন স্পষ্ট জানিয়ে দিলেন, আগে মমতা বিরোধী ভোট ভাগ হলে মমতার সুবিধা হত। এবার ভাগ হবে বিজেপি বিরোধী ভোট। যত ভাগ হবে, তত ভাল।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভে বসে অমিত এদিন বলেন, নেত্রী হিসেবে মমতা কে তিনি সম্মান করেন, কিন্তু মমতা এখন ‘বিফল’ নেত্রী।
তাঁর বক্তব্য, শুধুমাত্র মমতা কে পদ থেকে সরানো তাঁদের উদ্দেশ্য নয়। সীমান্তবর্তী এই রাজ্যটিকে দেশের স্বার্থেই মমতা-শাসন মুক্ত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শাহ বলেন, ২০১৭ থেকে তিনি একটানা এই রাজ্যে আসছেন। উল্লেখ্য, তখনও তিনি বলেছিলেন, তৃণমূল কে গোড়া থেকে উপড়ে ফেলবেন। এদিনও তিনি একই কথা বলেন।