Breaking News
Home / TRENDING / সারধায় নেতা-মন্ত্রীর নাম, টানা জেরায় কবুল রাজীবের

সারধায় নেতা-মন্ত্রীর নাম, টানা জেরায় কবুল রাজীবের

নিজস্ব সংবাদদাতা

সারধা চিটফান্ডের তদন্তে উঠে এসেছিল কয়েকজন রাজনৈতিক নেতা ও মন্ত্রীর নাম। সিবিআই সূত্রে জানা গিয়েছে আজ শিলংয়ে জেরায় এমনটাই স্বীকার করে নিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। তবে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছিল কিনা সেবিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। এদিন কুণাল জেরায় জানিয়েছিলেন, সারধা তদন্তের সময় তৎকালীন সিট-এর তদন্তকারি আধিকারিক রাজীব কুমার তাঁকে রাজনৈতিক নেতাদের নাম নিতে বাধা দিতেন। কুণালের অভিযোগ, সিট-এর তদন্তকারী অফিসার হিসেবে নিরপেক্ষ ছিলেন না রাজীব । সিবিআই সূত্র জানাচ্ছে, কালই ফিরছেন কুণাল ঘোষ। সিবিআইয়ের জেরার পর আপাতত নিরাপদ তিনি। তবে রাজীব কুমারের জেরা কবে শেষ হবে সেই বিষয়ে তথ্য পাওয়া যায়নি। আজ সকাল থেকেই সিবিআইয়ের জেরায় একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। আজ সকালে জেরায় অন্য এক সিবিআই আধিকারিকের ওপর দোষ চাপান পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআই সূত্র জানাচ্ছে, রাজীব দাবি করেন, সারধা তদন্তের সময় তিনি বিধাননগর কমিশনারেটের কাজে ব্যস্ত ছিলেন। সিট-এর প্রতিদিনের তদন্তের দায়িত্বে ছিলেন অর্ণব ঘোষ। রাজীব জেরায় জানান, অর্ণব ঘোষ একসময় সিবিআইতে ছিলেন । ফলে তিনি দক্ষভাবে সিট-এর তদন্ত করবেন বলেই ধারনা ছিল তাঁর।

Spread the love

Check Also

রাজ্যপালের সুপারিশে, রামনাথ কোবিন্দের অনুমোদনে মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন। সরকার গঠন নিয়ে অচলাবস্থা না কাটায় …

লতা এখনও হাসপাতালে, তবে সঙ্গীতই শিল্পীকে দ্রুত সুস্থ করে তুলছে

ওয়েব ডেস্ক: বিপদের সময় সঙ্গীতই শিল্পীর পাশে দাঁড়াল। চিকিৎসকরা জানাচ্ছেন, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক …

হায়দরাবাদে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, দেখুন ভয়ঙ্কর সেই ভিডিয়ো ফুটেজ

ওয়েব ডেস্ক: হায়দরাবাদে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল দুটি ট্রেনের। মারাত্মক ঘটনাটি ঘটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *