চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
রাজীব মানে পদ্ম।
আর তাঁর পদত্যাগ মানে?
পদ্মপ্রবেশের পথে এক কদম এগিয়ে যাওয়া!
নেতাজীর জন্মদিনের ঠিক আগের দিন রাজ্য মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী কে দেওয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি অনুতপ্ত চিত্তে আপনাকে জানাচ্ছি যে আমি রাজ্য মন্ত্রীসভা থেকে পদত্যাগ করছি।’
পদত্যাগের কোনও কারন পত্রে উল্লেখ করেন নি রাজীব। তবে জানাতে ভোলেন নি যে, তাঁকে দেশ ও দশের কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
মুখ্যমন্ত্রী কে যে পত্রটি রাজীব পাঠিয়েছেন তার একটি প্রতিলিপি রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল ধনকড়ের কাছেও পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
রাজীব কে ‘বেসুরো’ বলে অনেকদিন আগেই চিহ্নিত করেছিল সংবাদমাধ্যম। কিছুদিন আগেই ফেসবুক লাইভ করে রাজীব তাঁর অসন্তোষের কথা ব্যক্ত করেছিলেন। যদিও তাঁর ক্ষোভ প্রকাশের ভাষা এতটাই মলাট দেওয়া ছিল যে অনেকে ভেবে ছিলেন রাজীবের বিজেপি যাত্রা, এ যাত্রায় স্থগিত রইল। তবে আজ, শুক্রবার, মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে রাজীব তাঁর পদ্মপ্রবেশের আনুষ্ঠানিক সূচনা করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
‘দয়া করে আমার পদত্যাগ পত্র গ্রহণ করুন’, এই আবেদন করে শেষ হয়েছে রাজীবের বিদায় বার্তা।
এরপর তিনি শুভেন্দুর মতো বিধায়ক পদ ছাড়েন, নাকি লক্ষীরতন শুক্লর মতো বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যান, সে দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহল।