চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বন্দি দশার মেয়াদ আরও বাড়িয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এদিন তিনি টুইট করে বলেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক ব্যক্তিদের বেআইনী ভাবে বন্দি করে গণতন্ত্রকে ধ্বংস করছেন।
গত বছর জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরই মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লা, ইউসুফ তারিগামী সহ একাধিক কাশ্মীরি নেতাকে বন্দি করে মোদী সরকার। ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। কিন্তু ১ বছর কেটে গেলেও মেহবুবাকে মুক্তি দেয়নি প্রশাসন। উল্টে শুক্রবার তাঁর বন্দি দশা আরও বাড়ানো হয়েছে। এ নিয়েই সরব হয়েছেন রাহুল গাঁধী। তিনি মোদী সরকারকে তোপ দেগে টুইট করে বলেন, ” যখন কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে রাজনৈতিক নেতাদের আটক করে, তখন ভারতের গণতন্ত্র ধ্বংস হয়।”
রাহুলের এই টুইটের পরই পাল্টা আক্রমণ নামে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, কংগ্রেসের ‘কুখ্যাত’ ইতিহাস সম্বন্ধে রাহুল গাঁধীকে অবগত করা উচিত। তাঁর ঠাকুরদা তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ১২ বছর ধরে বেআইনীভাবে শেখ আব্দুল্লাকে গৃহবন্দি করে রেখেছিলেন। তাও আবার ২০০০ কিমি দূরে তামিলনাড়ুতে।”