চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
পর্যটকদের জন্য জম্মু-কাশ্মীর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। সোমবার জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে প্রায় ১ বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য ভূ-স্বর্গ খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। এদিন জম্মু-কাশ্মীরের মুখপাত্র রোহিত কনসাল টুইট করে বলেন, “শীঘ্রই পর্যটকদের জন্য জম্মু-কাশ্মীর খুলে দেওয়া হবে। এ নিয়ে সরকার শীঘ্রই বিস্তারিত গাইডলাইন প্রকাশিত করবে। আজ লেফটেন্যান্ট গভর্নর শ্রীনগরে উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।”
সরকারি সূত্রে খবর, গত বছর আগস্টে জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর থেকে পর্যটকদের জন্য বন্ধ ছিল ভূস্বর্গ। এ বছর মার্চে পুনরায় পর্যটন কেন্দ্রগুলি চালু করার কথা থাকলেও করোনা সংক্রমণের জেরে তা সম্ভব হয়নি। বর্তমানে দেশ আনলক পর্যায়ে চলে গিয়েছে। ফলে নতুন করে ফের পর্যটন চালু করার ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার।
তবে অনেকদিন পর কাশ্মীর পুনরায় পর্যটকদের জন্য খোলায় খুশি ব্যবসায়ী মহলও। এ প্রসঙ্গে এক হোটেল ব্যবসায়ী বলেন, “এটি সরকারের একটি ভালো সিধান্ত। দীর্ঘদিন পর কাশ্মীর খুললে ফের আর্থিক কাজকর্ম শুরু হবে। তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে সমস্ত রকম অবলম্বন মেনেই কাজ করা হবে।” বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি মনে করি ৪জি ইন্টারনেটের ওপর পর্যটন শিল্প নির্ভর করছে। যা আগস্ট থেকে সরকার এখনও বন্ধ রেখেছে।”