চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
অল্প বয়সী মেয়েদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে ৩১ জন জওয়ানকে বরখাস্ত করল কলম্বিয়া সেনাবাহিনী। শুক্রবার কলম্বিয়া সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে নাবালিকা মেয়েদের ওপর যৌন নির্যাতন ও অত্যাচার করার অপরাধে ৩১ জন জওয়ানকে বরখাস্ত করা হয়েছে।
খবর অনুযায়ী, ২০১৬ সালে তদন্ত করে দেখা গিয়েছে সেনাবাহিনীর ১১৮ জন জওয়ানের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযোগ আসার পরই সেনাবাহিনীর ১২ জন অফিসার এবং ১৯ জন জওয়ানকে বরখাস্ত করা হয়েছে। এমনকি ওই জওয়ানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। ফলে বরখাস্ত জওয়ান ও অফিসারদের তদন্তের মুখোমুখি হতে হবে।
কলম্বিয়া প্রশাসনের তরফে বলা হয়েছে, গত সপ্তাহে রিসরলদা প্রদেশে আদিবাসী এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ৭ জন সেনার বিরুদ্ধে। এই ঘটনা জানার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই সময়ই গুয়াভিয়ের প্রদেশেও নাবালিকার সঙ্গে একই ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, কলম্বিয়ার সেনাবাহিনীর ২ লক্ষ ৪০ হাজার সদস্য রয়েছে এবং তারা বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে এবং দক্ষিণপন্থী আধাসামরিক গ্রুপের প্রাক্তন সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত অপরাধের দলগুলির বিরুদ্ধে লড়াই করেছে।