চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা আক্রান্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নিজেই টুইটারে এ কথা জানালেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং ডাক্তারের পরামর্শ মতো তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
অমিত শাহ গুরুগাঁওয়ের মেদন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিত্সকরা জানাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কো-মরবিডি আছে। তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছেন। তাঁর অক্সিজেন লেভেল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Amit Shah (@AmitShah) August 2, 2020
এদিন টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আমার শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। বর্তমানে আমার শারীরিক অবস্থা ভালো রয়েছে কিন্তু চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি। আমার অনুরোধ বিগত কদিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদেরকে আইসলেশনে রাখুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন।”
বিস্তারিত আসছে…..