চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
ভারতেও ঢুকে পড়ল করোনার নতুন স্ট্রেন।
ফলে দু’হাজার কুড়ির বিদায় লগ্নে এদেশেও নতুন করে মাথা চাড়া দিল করোনার টেনসন। বলা ভাল, খবর অনুযায়ী আরও ভয়াবহ করোনার আতঙ্ক গ্রাস করতে পারে এ দেশের অধিবাসীদেরও।
আপাতত খবর, বিলেত ফেরত যাত্রীদের মধ্যে ভারতে ২০ জনের শরীরে নতুন করোনার স্ট্রেন মিলেছে। এদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। ইতিমধ্যেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দ্রাবাদে ২ জনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। মেরঠে ব্রিটেন ফেরত শিশুর শরীরে মিলেছে নতুন স্ট্রেন।
উদ্বেগ বাড়িয়ে কলকাতায় মিলল ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন। জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের এক স্বাস্থ্যকর্তারই ছেলের শরীরেই মিলেছে এই ভাইরাস। গত ২০ ডিসেম্বর বিমানে কলকাতা ফেরে সে। এয়ারপোর্টে তাঁর করোনা পরীক্ষা হলে তা পজেটিভ আসে। যদিও তার কোনও উপসর্গ ছিল না বলেই খবর। এরপর তাঁকে এয়ারপোর্ট থেকে মেডিক্যাল কলেজের আইসোলেশন বিভাগে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
এই যুবক-সহ ব্রিটেন থেকে কলকাতা ফেরত মোট ৭ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠান হয় National Institute of Biomedical Genomics-এ। কাল রাতে সেখান থেকে নমুনা যায় কেন্দ্রীয় সরকারের কাছে। এরপর গতকাল গভীর রাতে NCDC নমুনা পরীক্ষা করে জানায় যে ওই যুবকের শরীরে ব্রিটেনের নয়া স্ট্রেনই রয়েছে।