চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আয়করদাতাদের জন্য সুখবর। ২০১৯-২০ অর্থবর্ষের আয়কর জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল আয়কর দফতর। আজ আয়কর দফতরের তরফ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে।
সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হলেও, থাকছে কিছু বিধিনিষেধ। যেমন এই সময়কালে ব্যাংক একাউন্টে ১ কোটি টাকার বেশি থাকলে তা জানাতে হবে। এ ছাড়া বিদ্যুতের বিল ১ লক্ষ টাকার বেশি হলে তাও আয়কর দফতরের নজরে আনা আনতে হবে। পাশাপাশি ব্যক্তিগত কোনও সফরে ২ লক্ষ টাকার বেশি খরচ হলে পাসপোর্ট নম্বর জমা করতে হবে আয়কর দফতরে।
প্রসঙ্গত, গত অর্থবর্ষের আয়কর রিটার্ণের সময় প্রথমে ৩০ জুন ও ৩১ অক্টোবর ছিল। কোভিড-১৯ অতিমারী এবং লকডাউনের ফলে তা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছিল। আজ বিজ্ঞপ্তি দিয়ে সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত আরও বাড়ানো হল।