Breaking News
Home / TRENDING / অমিতাভের পর করোনা আক্রান্ত অনুপম খেরের পরিবার, নিজেই জানালেন অভিনেতা

অমিতাভের পর করোনা আক্রান্ত অনুপম খেরের পরিবার, নিজেই জানালেন অভিনেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনায় আক্রান্ত হল বলিউডের আরও এক পরিবার। অভিনেতা অনুপম খেরের মা, ভাই, ভাইয়ের বউ ও ভাইঝি করোনায় আক্রান্ত হলেন। আজ পরিবারের কোভিড পজিটিভের কথা নিজেই টুইট করে জানান অনুপম খের।  

আজ এক ভিডিয়ো পোস্ট করে অনুপম খের বলেন, “তিনি রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে। কিন্তু পরিবারের অন্যদের সেই সৌভাগ্য হয়নি।” অভিনেতার মা দুলারি, ভাই রাজু, ভাইয়ের বউ রিমা এবং ভাইঝি বৃন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনেতার মা শুধুমাত্র মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা গুরুতর অসুস্থ না হওয়ায় বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। 

অনুপম খের বলেন, তাঁর মা কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। খাবার খেতে পারছিলেন না। রক্ত পরীক্ষা ও সিটি স্ক্যানে কোনও কিছু ধরা পড়েনি। করোনা টেস্ট করায় রিপোর্ট পিজিটিভ আসে। একইসঙ্গে তিনি ডাক্তার ও বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনকে ধন্যবাদ জানান। এদিন তাঁর ভাইয়ের বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে, সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।   

এর আগে শনিবার রাতে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন কোভিড আক্রান্ত হন। করোনা আক্রান্তের খবর নিজেই টুইট করে জানান অমিতাভ বচ্চন। বর্তমানে তিনি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন।

Spread the love

Check Also

Amit এর budget এ Asoke এর scrutiny! বিধানসভায় খাতা খুলেই স্বমহিমায় বাজপেয়ী-মনমোহনের উপদেষ্টা

দাবি তুলেছেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, এদিন বাজেট ভাষণে রাজ্য সরকারের এই মুহূর্তে চলা …

Earth quake: কেঁপে উঠল North Bengal, বাড়ি ছেড়ে পথে মানুষ

সাতসকালেই ভূমিকম্প উত্তরবঙ্গে। কয়েক সেকেন্ড ধরে উত্তরবঙ্গে ভূমিকম্প হয়েছে। তবে কম্পনের মাত্রা কম হলেও আতঙ্কে …

নির্বাচনের লাভ ক্ষতি ভেবে মতামত দেওয়া আমার কাজ না, বলেছিলেন Mohon Bhagabat

রন্তিদেব সেনগুপ্ত শ্রী মোহন ভাগবত। তাঁর সঙ্গে যখন প্রথম আলাপ হয় কলকাতায়, একান্ত আলাপচারিতায় বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!